ধারাবাহিক উপন্যাস চন্দ্রিল চট্টরাজ ও ছায়ামুর্তি রহস্য - শরদিন্দু প্রামানিক
এই উপন্যাসটি সম্পূর্ণ কাল্পনিক। কোনো ব্যক্তি, বস্তু, ঘটনা বা স্থানের সঙ্গে কোনো সম্পর্ক নেই। ক্ষেত্র বিশেষে যে সব বাস্তব স্থানের উল্লেখ এখানে রয়েছে, সেগুলি গল্পের ধারা বজায় ও কল্পনাকে বাস্তবজগতের সঙ্গে একাত্ম করার জন্য করা হয়েছে। এই গল্পের সুত্র ধরে কেউ যদি কিছু প্রমাণের চেষ্টা করেন তার জন্য সে নিজেই দায়ী হবে, আমি নই। এখানে ধর্ম বিষয়ক যে বক্তব্য দেওয়া হয়েছে, তা কল্পনাপ্রসুত ও গল্পের তত্ত্বকে দাঁড় করানোর জন্য করা হয়েছে এবং তা কারও ধর্মীয় ভাবাবেগে আঘাত দেবার জন্য করা হয়নি। তাই পাঠকদের কাছে বিনীত অনুরোধ, এ বিষয়টিকে লঘু করে বিবেচনা করবেন।
4 Views
ধারাবাহিক উপন্যাস অকালপ্রলয়-৫ : হিমায়িত গ্রহ - শরদিন্দু প্রামানিক
ছাত্রাবস্থায় "অকালপ্রলয়" এই শীর্ষনাম দিয়ে আমি একটা সিরিজ লিখব পরিকল্পনা করেছিলাম। চারটি প্লটও তৈরী করেছিলাম সেই সময়। কিন্তু সময়ের অভাব আর আলস্য ওই চারটি সিরিজকে পূর্ণতা দান করতে দেয়নি। বর্তমানে "হিমায়িত গ্রহ" এই শীর্ষনামে উপন্যাসটি লেখার সময় হঠাৎ করেই "অকালপ্রলয়" সিরিজের কথা মনে পড়ে গেল। এই উপন্যাসটিও ওই সিরিজের অনুরুপ। ফলে একেও ওই সিরিজের পরবর্তী হিসাবে ধরতে হবে। কিন্তু আগের চারটি তো লেখা সম্পুর্ণ হয়নি! আবার এই উপন্যাসটি ওই সিরিজের প্রথম হতে পারে না। তাই "অকালপ্রলয়-৫ : হিমায়িত গ্রহ" এই নাম। উপন্যাসটি লেখা শেষ হয়ে গেছে আজ প্রায় চার বছর, কিন্তু এখনও সম্পূর্ণ বাংলায় টাইপ করে উঠতে পারিনি। এইবার এটা শেষ করবই।
8 Views
ধারাবাহিক অন্যান্য কবিতার খাতায় - শরদিন্দু প্রামানিক

প্রথম কবিতা "দো-ইয়ারি কবিতাটি" আমি আর আমার ক্লাসমেট আরিফ হাসান মিলে অফ পিরিয়ডে বসে মুখে মুখে বানিয়েছিলাম।

দ্বিতীয় কবিতা "অণ্বেষণ" লিখেছিলাম, মাধ্যমিক পরীক্ষার পড়াশোনার সময়, রবীন্দ্রনাথ ঠাকুরের "দীনদান" কবিতাটি পড়ে অনুকরণ করে।

4 Views
সম্পূর্ণ গল্প দুই বুড়ি - শরদিন্দু প্রামানিক
২০২২ সালের ভোটের ডিউটি থেকে ফিরে এসে অসুস্থ হয়ে পড়েছিলাম। সন্দেহ হয়েছিল, হয়ত করোনা আক্রান্ত হয়েছি। ঘরে একরকম স্বেচ্ছাবন্দী হয়ে থাকছিলাম। সেসময় এই গল্পটি মাথায় আসে। শাশুড়ি ও বৌমার যেমন সবসময় ভাব-ভালবাসা থাকে না, তেমন চিরন্তন আদায়- কাঁচকলায় সম্পর্কও থাকে না। পরিস্থিতি ও পারস্পরিক বোঝাপড়া সম্পর্ককে তিক্ত-মধুর করে তুলতে সাহায্য করে, সেই কথা মাথায় রেখেই এই গল্পটি।
1 Views
সম্পূর্ণ নাটক ভুবন ও মাসি - শরদিন্দু প্রামানিক
জগন্নাথপুর প্রাথমিক বিদ্যালয়ের (মুর্শিদাবাদ) ৫ই সেপ্টেম্বর,২০১৭ শিক্ষক দিবসের দিন এই নাটকটি অভিনয় করেছিল তৃতীয় ও চতুর্থ শ্রেনীর ছাত্র-ছাত্রীরা। সাত-আটটি নৃত্যের শেষে এই নাটকটি ছাত্র-ছাত্রীরা আমার আশাতীতভাবে সুন্দর করেছিল। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের (সম্ভবত বোধোদয়ের) পাঠের থেকে নিয়ে এই নাটকটি তৈরী করেছিলাম আমি। শুধু নাটকের প্রয়োজনে কিছু অতিরিক্ত সংলাপ ও দৃশ্য ঢোকানো ছাড়া আর কিছুই করিনি আমি। যদি কেউ বাচ্চাদের দিয়ে অভিনয় করানোর জন্য এই নাটকটি গ্রহন করেন, আমি আনন্দিত হব। মুখবন্ধ/ভুমিকা : নাটকের মুল ঘটনা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের (সম্ভবত বোধোদয়ের) পাঠের থেকে নেওয়া। যদি কোনো ভুল-ভ্রান্তি হয়ে থাকে, দয়া করে জানাবেন। ইতিপূর্বে স্বরচিত.ইন সাইটে এই নাটকটি প্রকাশ করেছিলাম, সে সাইটটি বহু আগে বন্ধ করে দিই। এখানে আবার প্রকাশ করলাম।
3 Views


© Copyright শরদিন্দু প্রামানিক (মে ২০২৩ - মে ২০৩৩)