সম্পূর্ণ নাটক
ভুবন ও মাসি
শরদিন্দু প্রামানিক
About Writer :
জগন্নাথপুর প্রাথমিক বিদ্যালয়ের (মুর্শিদাবাদ) ৫ই সেপ্টেম্বর,২০১৭ শিক্ষক দিবসের দিন এই নাটকটি অভিনয় করেছিল তৃতীয় ও চতুর্থ শ্রেনীর ছাত্র-ছাত্রীরা। সাত-আটটি নৃত্যের শেষে এই নাটকটি ছাত্র-ছাত্রীরা আমার আশাতীতভাবে সুন্দর করেছিল। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের (সম্ভবত বোধোদয়ের) পাঠের থেকে নিয়ে এই নাটকটি তৈরী করেছিলাম আমি। শুধু নাটকের প্রয়োজনে কিছু অতিরিক্ত সংলাপ ও দৃশ্য ঢোকানো ছাড়া আর কিছুই করিনি আমি। যদি কেউ বাচ্চাদের দিয়ে অভিনয় করানোর জন্য এই নাটকটি গ্রহন করেন, আমি আনন্দিত হব। মুখবন্ধ/ভুমিকা : নাটকের মুল ঘটনা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের (সম্ভবত বোধোদয়ের) পাঠের থেকে নেওয়া। যদি কোনো ভুল-ভ্রান্তি হয়ে থাকে, দয়া করে জানাবেন। ইতিপূর্বে স্বরচিত.ইন সাইটে এই নাটকটি প্রকাশ করেছিলাম, সে সাইটটি বহু আগে বন্ধ করে দিই। এখানে আবার প্রকাশ করলাম।
Started on : 17th May, 2023
Last Update : 17th May, 2023
   #1 ।। প্রথম দৃশ্য ।। | Part 1
   #2 ।। দ্বিতীয় দৃশ্য ।। | Part 2
   #3 ।। তৃতীয় দৃশ্য ।। | Part 3
   #4 ।। চতুর্থ দৃশ্য ।। | Part 4
   #5 ।। পঞ্চম দৃশ্য ।। | Part 5


© Copyright শরদিন্দু প্রামানিক (মে ২০২৩ - মে ২০৩৩)